আড়াই মাস পর গুলশান কার্যালয়ে খালেদা

লন্ডনে আড়াই মাস কাটিয়ে দেশে ফেরার দুই দিন পর নিজের কার্যালয়ে নেতা-কর্মীদের সাক্ষাৎ দিয়েছেন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2015, 03:52 PM
Updated : 24 Nov 2015, 03:52 PM

মঙ্গলবার রাত পৌনে ৯টায় বিএনপি চেয়ারপারসন বাসা থেকে কার্যালয়ে যান।

সেখানে পৌঁছুলে ফুলের তোড়া দিয়ে তাকে অভ্যর্থনা জানান দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, সাবিহ উদ্দিন আহমেদ, রুহুল আলম চৌধুরী, আবদুল কাইয়ুমসহ জ্যেষ্ঠ নেতারা।

এসময় মহিলা দলের নুরে আরা সাফা, শিরিন সুলতানা, রাবেয়া সিরাজ, ফরিদা ইয়াসমীন, শাম্মী আখতারসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নেত্রীকে স্বাগত জানান।

গত ২১ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষা ও ছেলে তারেক রহমানের সঙ্গে ঈদ করে  দেশে ফেরেন খালেদা জিয়া। ১৫ সেপ্টেম্বর লন্ডন গিয়েছিলেন তিনি।

দুই মাসের বেশি সময় পর মঙ্গলবার কার্যালয়ে নিজের চেম্বারে দলের নেতা-কর্মীদের সাক্ষাৎ দেন খালেদা জিয়া।

পরে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারপারসন চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, উপদেষ্টামন্ডীর সদস্য ওসমান ফারুক, খন্দকার মাহবুব হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

এছাড়া মীর নাসির, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, আসাদুজ্জামান রিপন, মোস্তাফিজুর রহমান বাবুল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, এবিএম মোশাররফ হোসেন, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, ছাত্র দলের বজুলল করীম চৌধুরী আবেদকেও সাক্ষাৎ দেন বিএনপি চেয়ারপারসন।

সর্বশেষ গত ১৪ সেপ্টেম্বর খালেদা জিয়া গুলশানের এই কার্যালয়ে এসেছিলেন।