এরশাদের সঙ্গে বার্নিকাটের সাক্ষাৎ

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2015, 03:10 PM
Updated : 24 Nov 2015, 05:56 PM

বার্নিকাট মঙ্গলবার দুপুরে সাবেক রাষ্ট্রপতি এরশাদের বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে যান।

প্রায় ৩০ মিনিট তারা কথা বলেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন এরশাদের সহকারী একান্ত সচিব মঞ্জুরুল ইসলাম।

এই বৈঠককে ‘সৌজন্য সাক্ষাৎ’ উল্লেখ করে বার্নিকাট বলেন, “জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বর্তমানে একটি বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা মোকাবেলার ক্ষেত্রে জটিলতাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি।”

জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতির কথা বার্নিকাট প্রধান বিরোধী দল জাতীয় পার্টির প্রধানকে জানিয়েছেন।

এ ছাড়া দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ও তাদের আলোচনায় স্থান পায়।