ফিরোজায় বিশ্রামে খালেদা

লন্ডনে দুই মাস কাটিয়ে দেশে ফেরার পরদিন বাড়িতেই ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দেখা দেননি আত্মীয়-স্বজন ছাড়া অন্য কাউকে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2015, 03:07 PM
Updated : 22 Nov 2015, 03:07 PM

রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাড়ি ফিরোজায় গিয়ে দেখা যায়, ফটক ভেতর থেকে বন্ধ।

খবর জানতে চাইলে তার বাড়ির একজন নিরাপত্তা কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ম্যাডাম বাসায় রেস্টে আছেন। আত্মীয়-স্বজনরা এসেছেন। এর বাইরে কেউ আসেননি।”

তখন বাড়িতে এসেছিলেন বোন সেলিমা ইসলাম। এর আগে সকালে ছোট ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা যান ওই বাড়িতে।

দলের স্থায়ী কমিটির একাধিক নেতার সঙ্গে কথা বললে তারা বলেন, চেয়ারপারসন লন্ডন থেকে দীর্ঘপথ ভ্রমণ করে এসেছেন, তিনি এখন ক্লান্ত। তাই তারা দেখা করতে যাননি।

শনিবার সন্ধ্যায় ঢাকায় নামার পর বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাড়ি যান খালেদা।

ফেরার পর রাত পৌনে ৮টার দিকে সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী এবং তার দুই ছেলে ও মেয়ে খালেদার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

তার কয়েক ঘণ্টা পরই ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ড কার্যকর হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরের। যুদ্ধাপরাধের দায়ে তাকে এই দণ্ড দেয় আদালত। তবে ওই বিচার নিয়ে বিএনপির প্রশ্ন তুলেছে।

এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ধোয়া-মোছা ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। ভবনে রঙও করা হয়েছে।

দুই-একদিনের মধ্যে খালেদা কার্যালয়ে আসবেন বলে অফিসকর্মীরা জানিয়েছেন।

গত ১৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা। সেখানে ছেলে তারেক রহমানের সঙ্গে ছিলেন তিনি।

লন্ডন যাওয়ার আগে তিনি দলীয় নেতাদের বলে গিয়েছিলেন,দল গোছানোর পর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবেন তিনি।