বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে এক নেতাকে মারধর

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে দলের এক নেতাকে মারধর করেছে একদল লোক।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2015, 05:20 PM
Updated : 13 Oct 2015, 05:20 PM

শনিবার সকালে ২০/২২ জনের একটি দল কর্মী পরিচয়ে কার্যালয়ে ঢুকে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে পালিয়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এর আগে গত ১৪ জুন নয়া পল্টনের ওই কার্যালয়ে যুবদলের কেন্দ্রীয় দপ্তরে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদকে একদল লোক মারধর করে পালিয়ে যায় বলে দলটির নেতারা জানিয়েছেন।

দলীয় কার্যালয়ে হামলার শিকার আজাদ ও টিপু সম্প্রতি বিএনপির সহ-সাংগঠনিক ও সহ-দপ্তর সম্পাদকের পদ পেয়েছেন।

কার্যালয়ে ঢুকে দুই নেতাকে মারধরের ঘটনায় উদ্বেগ জানিয়ে এক বিবৃতিতে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেছেন বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।

তিনি বলেন, “গত কয়েক মাসের ব্যবধানে দলীয় কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তদের হাতে দুইজন লাঞ্ছিত হওয়ার ঘটনা উদ্বেগজনক। আমরা দুর্বৃত্তদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করছি।”

টিপুকে মারধরের ঘটনা খতিয়ে দেখতে দলীয়ভাবে একটি কমিটি গঠনের কথা জানিয়েছেন তিনি।

শনিবারের ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকাল পৌনে ১১টার দিকে ২০/২২ জন লোক কর্মী বেশে নয়া পল্টনের কার্যালয়ের তৃতীয় তলায় গিয়ে চেয়ারে বসে থাকা তাইফুল ইসলাম টিপুর উপর চড়াও হয়। তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এ সময় কার্যালয়ের কর্মীরা ধর ধর করে এগিয়ে এলে তারা দ্রুত নিচে নেমে চলে যায়।

ঘটনার সময় কার্যালয়ের কাছাকাছি স্থানে প্রতিদিনের মতো কয়েকজন পুলিশ সদস্য অবস্থান করছিলেন বলে একজন বিএনপি কর্মী জানান।

সাবেক সাংসদ ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন আহমেদ পিন্টু কারাগারে মারা যাওয়ার পর ওই শূন্য পদে আবদুস সালাম আজাদকে ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এবং তাইফুল ইসলাম টিপুকে সহ-দপ্তর সম্পাদক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।