বিএনপি নেতা আমান ও ছাত্রদল সভাপতির জামিন বহাল

নাশকতা ও ভাংচুরের নয় মামলায় বিএনপি নেতা আমান উল্লাহ আমানের এবং চার মামলায় ছাত্রদল সভাপতি রাজিব আহসানের জামিন বহাল রয়েছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2015, 08:16 AM
Updated : 13 Oct 2015, 02:38 PM
এই দুজনের জামিন মঞ্জুর করে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন মঙ্গলবার শুনে অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ‘নো অর্ডার’ দেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যার্টনি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আর আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন; সঙ্গে সগীর হোসেন লিওন।

এর ফলে বিএনপির যুগ্ম মহাসচিব আমান ও ছাত্রদল নেতা রাজিবের জামিন বহাল থাকছে বলে জানিয়েছেন সগীর হোসেন লিওন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতার অভিযোগে করা ৬৯ মামলার সব কটিতে আমান জামিনে আছেন।

“আজ আদালত নয়টি মামলায় ‘নো অর্ডার’ দিয়েছে। এর আগে একই অভিযোগে ২৭ মামলায় একই আদেশ হয়। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই।”

‘তবে রাজিবের বিরুদ্ধে আরও মামলায় থাকায় তার কারামুক্তি হচ্ছে না’, বলেন তিনি।

পল্টন, মতিঝিল ও রমনা থানায় একটি করে, যাত্রাবাড়ী থানায় দুটি এবং মিরপুর থানার চার মামলাসহ মোট ৬৯টি মামলায় সেপ্টেম্বরে হাই কোর্ট থেকে অন্তর্বতীকালীন জামিন পান আমান।

আর পল্টন থানায় দুটি এবং মতিঝিল ও শাহবাগ থানায় একটি করে মামলায় ১৩ সেপ্টেম্বর জামিন পান রাজিব।

২ অগাস্ট থেকে আমান উল্লাহ আমান এবং ২০ জুলাই থেকে রাজিব কারাগারে রয়েছেন।