বিদেশি খুনে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে: ফখরুল

দুই বিদেশি হত্যায় বিএনপিকে জড়িয়ে সরকার অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2015, 02:32 PM
Updated : 7 Oct 2015, 03:28 PM

বুধবার বিকালে এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

ফখরুল বলেন, “সম্প্রতি ইতালি ও জাপানি নাগরিকের নৃশংস ও ঘৃণ্য খুনের পরপরই সরকার এর সুষ্ঠু তদন্ত না করে বিরোধী দলকে ঘটনা দুটির সঙ্গে জড়িয়ে অপপ্রচার শুরু করেছে।”

সরকার ‘নিজেদের ব্যর্থতা’ ঢাকার জন্য ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে এই পথ অবলম্বন করছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপি মুখপাত্র বলেন, “মিথ্যা মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের মধ্য দিয়ে গণতন্ত্রের সকল পথকে রুদ্ধ করে দেওয়া হচ্ছে।”

দেশে বিরাজমান রাজনৈতিক পরিবেশকে ‘অসহনীয়’ আখ্যায়িত করে বিএনপি মুখপাত্র বলেন, “সরকার সংকট উত্তরণে কোনো উদ্যোগ না নিয়ে গণতন্ত্রের সকল পথ রুদ্ধ করে একদলীয় শাসন পাকাপোক্ত করার অপচেষ্টা চালিয়ে দেশকে এক ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে, যা জাতিকে অনিশ্চয়তা, অস্থিরতা ও গভীর সংকটে ফেলছে।”

এক সপ্তাহের ব্যবধানে ঢাকায় ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লা এবং রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি খুন হন।

ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানে আইএস দুটি খুনের দায় স্বীকার করেছে বলে খবর দেয় ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’ নামে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী একটি সংস্থা।

তবে ওই তথ্যের ‘প্রমাণ মেলেনি’ বলে দাবি করে সরকার।

সর্বশেষ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই বিদেশি হত্যায় বিএনপি-জামায়াতের ‘হাত থাকার’ ইঙ্গিত দেন।

বিবৃতিতে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দাও জানান ফখরুল।

পাশাপাশি কারাঅন্তরীণ রুহুল কবির রিজভীর সুচিকিৎসার দাবি জানান তিনি।