বিস্ফোরণের মামলায় ফখরুলের জামিন

বিস্ফোরণের ঘটনায় পল্টন থানার এক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2015, 09:23 AM
Updated : 5 Oct 2015, 09:23 AM

সোমবার ঢাকার ১৩ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মির্জা ফখরুল।

আবেদনের শুনানি শেষে বিচারক মঞ্জুর কাদের মির্জা জামিন মঞ্জুর করে অভিযোগ গঠনের জন্য আগামী বছরের ১৭ জানুয়ারি দিন ঠিক করেন।

২০১২ সালের ৯ ডিসেম্বর পল্টনের ভিআইপি রোডের হোটেল ক্যাপিটালের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় পল্টন থানার এসআই আবু তাহের এই মামলা করেন।

২০১৪ সালের ২৮ জুলাই ফখরুলসহ ৭৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন পল্টন থানার এসআই আবু জাফর।

আদালতে মাসুদ আহমেদ তালুকদার ও সানাউল্লাহ মিয়াসহ আরও কয়েকজন আইনজীবী জামিন আবেদনের শুনানি করেন।