প্রধানমন্ত্রীর বক্তব্য আড়াল করবে খুনিদের: ফখরুল

দুই বিদেশি হত্যাকাণ্ডে বিএনপিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রীর বক্তব্য তদন্ত ব্যাহতের পাশাপাশি খুনিদের আড়াল করবে বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2015, 11:37 AM
Updated : 4 Oct 2015, 11:37 AM

রোববার গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্যের পর এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এই দাবি করেন।

পাঁচ দিনের ব্যবধানে বাংলাদেশে এক ইতালীয় এবং এক জাপানি খুনের প্রসঙ্গে প্রধানমন্ত্রী সরকারের অর্জন প্রশ্নবিদ্ধ করতে অপচেষ্টা চালানোর জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে বলেন, “এ ঘটনাগুলি... পেছনে নিশ্চয়ই মদদ আছে। এবং এটা করাই হচ্ছে আমাদের অর্জনটা যেন প্রশ্নবিদ্ধ হয়।”

এর প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, “সরকারের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের দায়িত্বহীন উক্তি কেবল তদন্তেই ব্যাঘাত সৃষ্টি করবে না বরং প্রকৃত আততায়ীকে চিহ্নিত করতেও বাধার সম্মুখীন হতে হবে।”

ঢাকায় ইতালির তাভেল্লা এবং রংপুরে জাপানের হোশি কুনিও হত্যার দায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস স্বীকার করেছে বলে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী একটি ওয়েবসাইট দাবি করেছে।

তবে সরকারে তা নাকচ করেছে। প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশে আইএসের কোনো তৎপরতা নেই।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দুটি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, “এ ধরনের হত্যাকাণ্ড প্রমাণ করে যে, বর্তমানে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক।”

সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।