অস্ট্রেলীয় দলের সফর বাতিলে ষড়যন্ত্র দেখছেন আইনমন্ত্রী

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিলের পেছনে দেশের কয়েকজনের ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2015, 05:21 PM
Updated : 2 Oct 2015, 05:21 PM

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক জনসভায় তিনি বলেন, “বাংলাদেশ থেকেই অস্ট্রেলিয়া দলকে খবর পাঠানো হয়েছে যে, তোমরা এসো না।

“মা-পুত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। একজন ডাক্তারসহ ওনারা ষড়যন্ত্রের হোতা। ওই ডাক্তার আবার বিএনপির মিছিলে গিয়ে নিজের ছবি তুলেছেন।”

তবে সবাই মিলে রুখে দাঁড়ালে তাদের ষড়যন্ত্র কোনওদিন সফল হবে না বলে আশাপ্রকাশ করেন তিনি।

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরের বিষয়ে মন্ত্রী বলেন, “বিষয়টি নিয়ে আমি গত পরশু স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।

“তিনি বলেছেন-সাদা চামড়ার সাহেবরা নাকি ওনাকে বলেছেন, নিরাপত্তা বাহিনীর কেউ নাকি এটা বলে নাই, বলেছে পররাষ্ট্র অফিস।

“তখন অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি এদিক ওদিক তাকিয়ে কোনো উত্তর দেননি বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।” 

বিদ্যুৎ সংযোগ উদ্বোধন উপলক্ষে বিকালে মন্ত্রী উপজেলার তারাগন খেলার মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন।

এর আগে তিনি সুইচ টিপে তারাগন, সাতপাড়া, শান্তিপুর, বচিয়ারা গ্রামের ২২৬ জন গ্রাহকের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

বিদ্যুৎ সংযোগ উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন তারাগন গ্রামের বাসিন্দা মো. কবির।

প্রায় পাঁচ কিলোমিটার এ বিদ্যুৎ লাইন নির্মাণে ৭৫ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির ব্রাহ্মণবাড়িয়া অঞ্জলের মহাব্যবস্থাপক আবদুল ওয়ারিদ।