মেডিকেল পরীক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ছাত্রদলের কর্মসূচি

আন্দোলনরত মেডিকেল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে শনিবার সারাদেশের বিভাগ ও জেলায় পর্যায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2015, 02:47 PM
Updated : 1 Oct 2015, 02:47 PM

বৃহস্পতিবার সংগঠনের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা আসে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে এই কর্মসূচি ঘোষণা করেছেন।”

প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে ছাত্রদল মেডিকেল কলেজে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে।

মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের চলমান এই আন্দোলনে বৃহস্পতিবার অংশ নিতে দেখা গেছে বামপন্থি ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের দুই অংশ ও ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন এবং ঢাকা মেডিকেল কলেজের একদল শিক্ষার্থীকেও দেখা গেছে।

শাহবাগে তাদের অবস্থান ধর্মঘটে এসে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারও শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছেন।