শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে আওয়ামী লীগ

‘চ্যাম্পিয়ন অফ দ্যা আর্থ’ ও ‘আইটিইউ’ পুরস্কার পাওয়ায় জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষে দেশে ফেরার দিন ৩ অক্টোবর বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে আওয়ামী লীগ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2015, 04:54 PM
Updated : 29 Sept 2015, 04:55 PM

মঙ্গলবার বিকালে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক হয়।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ‘বিচক্ষণ নেতৃত্বের’ স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার জাতিসংঘের ‘চ্যাম্পিয়নস অফ দি আর্থ’ পুরস্কার গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে তথ্য-প্রযুক্তিতে অগ্রগতির স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থার (আইটিইউ) ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ গ্রহণ করেন আওয়ামী লীগ নেত্রী।

স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, “আগামী ৩ অক্টোবর দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন জাতিসংঘরে কর্মসূচি শেষ করে দেশে ফিরবেন, তখন তাকে বাংলার জনগণের পক্ষে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুইপাশে দাঁড়িয়ে গণসংবর্ধনা দেওয়া হবে বলে আমাদের সিদ্ধান্ত হয়েছে।”

জাতিসংঘের সাধারণ অধিবেশনসহ বিভিন্ন কর্মসূচি শেষে আগামী ৩ অক্টোবর দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।

রাজধানীর গুলশানে ইতালীয় নাগরিক হত্যার ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম।

তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের জরিপে বেরিয়ে এসেছে তাদের চেয়েও বাংলাদেশের আইন-শৃঙ্খলার পরিস্থিতি ভালো, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হয়ে আসছে।

“অতএব, ইতালিয়ান নাগরিককে হত্যা করা, এর সঙ্গে কোনো জঙ্গির সংশ্লিষ্টতা নেই। এটা বিচ্ছিন্ন ঘটনা। জঙ্গি কথাটা শুধুই অজুহাত, এগুলো মিথ্যাচার ও অপপ্রচার। জঙ্গি দমনে বাংলাদেশের সফলতা সারা বিশ্বে স্বীকৃত।”

বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।