মানহানির এক মামলায় ফখরুলের জামিন

এক বছর আগের একটি মানহানির মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহসিচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2015, 10:41 AM
Updated : 29 Sept 2015, 10:41 AM

ঢাকার মহানগর হাকিম ইউনুছ খান বিএনপি নেতার একটি আবেদনের শুনানি শেষে মঙ্গলবার জামিনের আদেশ দেন।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ‘খুনি’ ও তার দলকে ‘খুনির দল’ বলার অভিযোগ তুলে গত বছর ১ সেপ্টেম্বর আদালতে মানহানির অভিযোগ দিয়েছিলেন আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এস এম নুর ই আলম সিদ্দিকী।

পুলিশের তদন্তে অভিযোগের প্রমাণ মেলায় অভিযোগটি বিচারের জন্য মামলা হিসাবে গ্রহণ করেছিলেন মহানগর হাকিম অমিত কুমার দে।

বাদী আইনজীবী দুলাল মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “মামলার ধারা জামিনযোগ্য হওয়ায় বিচারক মির্জা ফখরুলকে জামিন দিয়েছেন।”

২০১৪ সালের ২৪ অগাস্ট মির্জা ফখরুল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘খুনি’ ও তার দল আওয়ামী লীগকে ‘খুনির দল’ বলেন বলে মামলায় উল্লেখ করা হয়।

পর দিন বিভিন্ন সংবাদপত্রে খবরটি প্রকাশিত হলে আওয়ামী লীগ সমর্থক হিসেবে মানহানি হয়েছে বলে নুর ই আলম মামলা করেন।

আইনজীবী দুলাল জানান, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার কথা বলে প্রতিবেদন দিয়েছিল পল্টন থানা। পরে অভিযোগের ব্যাখ্যা দিতে ফখরুলের বিরুদ্ধে সমনও দিয়েছিল আদালত।

ফখরুল অন্য মামলাগুলোতে সর্বোচ্চ আদালতের আদেশে জামিনে মুক্তি নিয়ে বিদেশে চিকিৎসা করিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন।