রাজশাহীতে যুবলীগে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি

রাজশাহী নগরীতে স্থানীয় যুবলীগের দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2015, 12:16 PM
Updated : 5 Sept 2015, 12:17 PM

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর শাহমখদুম থানা মোড়ে এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এসময় দুই রাউন্ড গুলিও শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শাহ মখদুম থানা যুবলীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সমর্থকদের সঙ্গে স্থানীয় যুবলীগ নেতা মাসুদ রানার সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় দুই রাউন্ড গুলির শব্দ শোনা যায়।

পরে পুলিশ গিয়ে তিন-চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাহ মখদুম থানার ওসি হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় হতাহত হওয়ার এবং সেখানে গুলি ছোড়া কোনো খবর পাওয়া যায়নি।

“ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বিকালে উভয় পক্ষকে নিয়ে থানায় বসে মীমাংসার চেষ্টা করা হয়। ওই বৈঠকে কোনো সমঝোতা না হওয়ায় বিষয়টি দলের নেতাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে।

“তারা দু/একদিনের মধ্যে বসে মীমাংসা করে নেবেন।”