আইআরআইয়ের জরিপ নিয়ে প্রশ্ন বিএনপির

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) জরিপ নিয়ে প্রশ্ন তুলে বিএনপি বলেছে, এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2015, 10:28 AM
Updated : 5 Sept 2015, 10:28 AM

বাংলাদেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন বাড়ছে- এই চিত্র আসে বুধবার প্রকাশিত ওই মতামত জরিপে, যা পরিচালনা করে নিয়েলসন বাংলাদেশ।

শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই জরিপের ফলাফলকে বিভ্রান্তিকর বলেছেন দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন।

তিনি বলেন, “একদিকে তারা বলছেন যে অধিকাংশ মানুষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় নির্বাচন চায়, অধিকাংশ মানুষ দ্রুত নির্বাচন চায়। আবার অন্যদিকে সরকারের জনপ্রিয়তা বেড়েছে বলে তারা বলেছেন। এই চিত্রটি প্রমাণ করে, এই জরিপটি সাংঘর্ষিক।”

নিয়েলসন বাংলাদেশের চালানো তিন বছর আগের একটি জরিপের সঙ্গে বর্তমান জরিপের ফল না মেলার বিষয়টিও তুলে ধরেন বিএনপি নেতা। 

“নিয়েলসন বাংলাদেশ ২০১২ সালে ডেইলি স্টার ও প্রথম আলোতে একটি জরিপ করেছিল। সেই জরিপে একই প্রতিষ্ঠান বলেছিল, এখন নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে।”

এই জরিপের ফল বিএনপির নেতা-কর্মীদের মধ্যে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন আসাদুজ্জামান রিপন।

“এই জরিপের ফলাফলে দলে কোনো নেতিবাচক প্রভাব পড়ার অবকাশ নেই। আমাদের নেতা-কর্মী-সমর্থক দলের রাজনীতির স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তাদের মধ্যে কোনো হতাশা নেই।”

আসাদুজ্জামান রিপন (ফাইল ছবি)

আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা বাড়ার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না বিএনপির মুখপাত্র।

তার মতে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষাঙ্গন পরিস্থিতি, দ্রব্যমূল্যসহ নানা সূচক বরং সরকারের অজনপ্রিয়তাই তুলে ধরে।

“এরকম একটা পরিস্থিতিতে কীভাবে একটি সরকার ও সরকার প্রধানের জনপ্রিয়তা বাড়ে তা আমাদের কাছে বোধগম্য নয়,” বলেন রিপন।

সরকার যদি জরিপের ফলাফল মেনে নেয়, তাহলে জনপ্রিয়তা যাচাইয়ে নির্বাচন নিদে তাদের প্রতি আহ্বান জানান তিনি।

নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের রিপনের সঙ্গে ছিলেন জিয়াউর রহমান খান, নিতাই রায় চৌধুরী, সানাউল্লাহ মিয়া, রেহানা আক্তার রানু, আবু সাঈদ খান খোকন, জন গোমেজ, তকদির হোসেন জসিম, রফিক শিকদার, শামসুল আলম তোফা, জেড মূর্তজা চৌধুরী তুলা, নুরুল ইসলাম খান নাসিম।