১১টি মামলায় আমানের জামিন

রাজধানীর দারুসসালাম থানার ১১টি নাশকতার মামলায় জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2015, 05:20 PM
Updated : 3 Sept 2015, 05:20 PM

শুনানি শেষে বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ শেখ ১১টি মামলায় জামিনের আদেশ দেন।

আমানের আইনজীবী সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১১ মামলায় জামিন পেলেও আমানের বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।”

এর আগে গত ১২ অগাস্ট বিভিন্ন থানায় দায়ের নাশকতার ৪৪টি মামলায় আমানের জামিন আবেদন নামঞ্জুর করেছিল মহানগর দায়রা জজ আদালত।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশে গত ২ অগাস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নাশকতার ৭০ মামলায় আত্মসমর্পণ করলে আদালত আমানের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।