যুবলীগ নেতা খুন: পৌর ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে যুবলীগ নেতা রফিকুল ইসলাম খুনের মামলায় স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2015, 12:52 PM
Updated : 3 Sept 2015, 12:52 PM

গাজীপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন জানান, বুধবার রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শেখ রিয়াদ (২৯) কালিয়াকৈর উপজেলার ভাতারিয়া এলাকার মো. শাহ আলমের ছেলে। তিনি কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সভাপতি এবং যুবলীগ নেতা হত্যা মামলার এজাহারভুক্ত আসমি।

গত ২১ অগাস্ট গাজীপুরের কালিয়াকৈরে এক স্মরণ সভায় যুবলীগ নেতা রফিকুল ইসলাম খুন হন। এ ঘটনার দুদিন পর নিহতের বড় ভাই মামুন সিরাজুল ইসলাম ওরফে মোতালেব মিয়া বাদী হয়ে ১০ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতার নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেন।

এসআই মো. ইকবাল বলেন, সম্প্রতি মামলার অধিকতর তদন্তের দায়িত্ব পায় গাজীপুর গোয়েন্দা পুলিশ। দায়িত্ব পাওয়ার পর তারা আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালায়।

গোপন খবর পেয়ে কেরানীগঞ্জের হোগলাকাদি এলাকায় খালার বাড়ি থেকে শেখ রিয়াদকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।