কাজী জাফরের কুলখানি অনুষ্ঠিত

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদের কুলখানিতে অংশ নিয়েছেন রাজনীতিবিদ, সাবেক আমলাসহ পেশাজীবী নেতারা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2015, 03:54 PM
Updated : 2 Sept 2015, 03:54 PM

বুধবার বিকালে গুলশানের আজাদ মসজিদে কুলখানিতে সদ্যপ্রয়াত এই রাজনীতিকের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত হয়।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা  আবদুল মুয়ীদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাস উদ্দিন আহমেদ, গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, সাবেক মন্ত্রিপরিষদ সচিব সা’দত হুসেইন,  রেড ক্রিসেন্টের সাবেক চেয়ারম্যান জেড এ খান, শিল্পপতি মোস্তফা কামাল, হারুনুর রশীদ কুলখানিতে ছিলেন।

বিএনপি নেতাদের মধ্যে ছিলেন মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, ইনাম আহমেদ চৌধুরী, মনিরুল হক চৌধুরী, নিতাই রায় চৌধুরী।

সিপিবির হায়দার আকবর খান রনো, জাসদের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা, সাবেক হুইপ আশরাফ হোসেন অংশ নেন কুলখানিতে।

২০ দলীয় জোট নেতাদের মধ্যে জামায়াতে ইসলামীর আবদুল হালিম, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের মুহাম্মদ ইসহাক, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপির ফরিদুজ্জমান ফরহাদ, ন্যাপের জেবেল রহমান গানি, পিপলস লীগের গরীবে নেওয়াজ, ইসলামিক পার্টির ছায়েদুল হাসান ইকবাল, জাগপার খন্দকার লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

কাজী জাফরের দলের নেতাদের মধ্যে ছিলেন এ টি এম ফজলে রাব্বী, মোস্তফা জামাল হায়দার, আহসান হাবিব লিংকন, নবাব আলী আব্বাস, এসএমএম আলম, আতিকুর রহমান আতিক, জাফরুল্লাহ খান চৌধুরী লাহরী, এএসএম শামীমসহ কেন্দ্রীয় নেতারা।

গত ২৬ অগাস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কাজী জাফর। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তাকে কুমিল্লার চৌদ্দগ্রামে চিওড়া কাজী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

গত শতকের ষাটের দশকের ছাত্রনেতা এবং পরে চীনপন্থি বাম নেতা হিসেবে রাজনৈতিক অঙ্গনে পরিচিতি পাওয়া কাজী জাফর বিএনপি হয়ে পরে সামরিক শাসক এইচ এম এরশাদের হাত ধরে তার সরকারের প্রধানমন্ত্রী হন।

দীর্ঘ তিন দশক জাতীয় পার্টির সঙ্গে থাকার পর ২০১৩ সালের ২৮ নভেম্বর কাজী জাফরকে দল থেকে বহিষ্কার করেন এইচ এম এরশাদ।

এরপর দলের একাংশকে নিয়ে জাতীয় পার্টি নামেই নতুন দল গঠন করে গতবছরের ২৫ জানুয়ারি বিএনপি নেতৃত্বাধীন জোটে যোগ দেন কাজী জাফর।