বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ সংসদে ওয়াক আউটে

সংসদে ওয়াক আউট করে বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2015, 02:31 PM
Updated : 1 Sept 2015, 02:31 PM

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জাতীয় পার্টির সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।

এর আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বক্তব্যে রওশন বলেন, “বিশ্ববাজারে তেলের দাম যখন কমছে, তখন আমাদের এখানে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হল। এটা কমাতে হবে, কমাতে হবে, কমাতে হবে। এটা নিয়ে আবার সিদ্ধান্ত নিতে হবে।”

গত বৃহস্পতিবার সরকার বিদ্যুতের দাম প্রায় ৩ শতাংশ বাড়ানোর পর থেকে তার বিরোধিতা করে আসছে জাতীয় পার্টি।

সংসদে ওয়াক আউটের পর শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, “বিরোধী দলের সংসদ সদস্যরা বক্তব্য দিয়ে চলে গেছেন। এ বিষয়ে আমাদেরও বক্তব্য আছে। তারা সেটা না শুনেই চলে গেলেন। এটা তো গণতন্ত্র নয়।”

পরে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাব দিতে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, “৭০ শতাংশ গ্রাহকের বিদ্যুতের দাম আমরা বৃদ্ধি করিনি। সেচের বিদ্যুতের দাম বাড়াইনি।

“কাদের বিদ্যুতের দাম বৃদ্ধি করেছি? যারা মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তে গেছেন তাদের। যার ৬ হাজার টাকা বিল আসে, তার এক-দুইশ টাকা বেশি বিল আসবে।”