শাবির ঘটনায় জড়িতদের শাস্তি চান এরশাদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2015, 03:43 PM
Updated : 31 August 2015, 03:43 PM

সোমবার এক বিবৃতিতে এরশাদ বলেন,“ সম্মানিত শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় আমরা উদ্বিগ্ন। শিক্ষকদের উপর জঘন্য হামলা করে শিক্ষাঙ্গণকেই কলঙ্কিত করা হয়েছে। এই ন্যক্কারজনক ঘটনার উপযুক্ত বিচার না হলে এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে। তাই অবিলম্বে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করতে হবে।”

রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলা চালায় ছাত্রলীগের কর্মীরা। এ সময় তাদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে শোনা যায়।

তারা আন্দোলনরত শিক্ষকদের ব্যানার কেড়ে নেয় এবং তাদের গলাধাক্কা দিয়ে এবং মারধর করে সরিয়ে দেয়।

অবশ্য কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে এই হামলার দায় অস্বীকার করা হয়েছে।