খান-এ-সবুর সড়কের নামফলক ভেঙে দিয়েছে ছাত্রলীগ

উচ্চ আদালত থেকে নাম পরিবর্তনের নির্দেশ দেওয়ার পর খুলনার স্বাধীনতা বিরোধী খান-এ-সবুর সড়কের নামফলক ভেঙে দিয়েছে ছাত্রলীগ।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2015, 12:11 PM
Updated : 31 August 2015, 12:11 PM

সোমবার দুপুরে নগরীর জোড়াগেট এলাকায় অবস্থিত এ নামফলক ভেঙে দেয় খুলনা জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এছাড়া জোড়াগেট থেকে শিববাড়ী মোড় পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ডে থাকা খান-এ-সবুরের নাম কালো রং দিয়ে মুছে দিয়েছে তারা।

এ ব্যাপারে খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. আরাফাত হোসেন পল্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহান মুক্তিযুদ্ধের নানা স্মৃতি বিজড়িত খুলনায় স্বাধীনতা বিরোধী  খান-এ-সবুরের নামে সড়ক থাকতে পারে না। ফলে আমরা খান-এ-সবুর সড়কে নামফলক ভেঙে ফেলেছি।

“পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ডে থাকা খান-এ-সবুরের নাম কালো রং দিয়ে মুছে দিয়েছি।”

মুসলিম লীগের নেতা খান-এ-সবুর পাকিস্তান আমলে ছিলেন আইয়ুব খানের মন্ত্রী। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দালাল আইনে বিচার শুরুর সময় প্রকাশিত ছয়শ স্বাধীনতাবিরোধী অপরাধীর তালিকাতেও তার নাম ছিল।

সেই স্বাধীনতাবিরোধী রাজাকারের নামেই খুলনার যশোর রোডের নামকরণ করা হয়।

গত ২৫ অগাস্ট খান-এ-সবুর সড়কের নাম প্রত্যাহার করে আগের যশোর রোড নাম ব্যবহার করার জন্য খুলনা সিটি করপোরেশনের মেয়রকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। অধ্যাপক মুনতাসীর মামুন ও শাহরিয়ার কবীরের দায়ের করা এক রিটের শুনানি শেষে আদালত এ নির্দেশ দেয়।