‘উপরের চাপে’ নত হবেন না: ইনু 

‘উপরের চাপের’ কাছে মাথানত না করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2015, 05:23 PM
Updated : 30 August 2015, 05:23 PM

রোববার সকালে ‘পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম অব পাবলিক সার্ভিস কমিশন ও ইনফরমেশন কমিশন অব বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট এ সেমিনারের আয়োজন করে।

তথ্যমন্ত্রী ইনু বলেন, “অনেক সময় অনেক সরকারি কর্মকর্তা বলেন আমি রাজনীতি বুঝি না। এটা তো করা যাবে না, উপরের চাপ আছে। তার মানে মুখের কথায় প্রশাসন চালানোর একটি প্রবণতা দেখা যায়।”

“এই উপরের চাপটা কি? ইজ দেয়ার এনি রিটেন অর্ডার?”

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “যে যেই পেশাতেই থাকুক না কেন, দেশ প্রেম না থাকলে কোন কিছুতেই লাভ নেই। দেশপ্রেম না থাকলে একটি জাতি ধ্বংস হয়ে যায়। যারা উপরের চাপ সৃষ্টি করছেন, আপনারা তাদের সাহসের সাথে বলবেন লিখিত আদেশ দিতে।”

সরকারি কর্মকর্তাদের সংবিধানের দেওয়া ক্ষমতার কথা মনে রাখতেও পরামর্শ দেন তিনি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি কর্মকমিশনের সাবেক চেয়ারম্যান ড. সাদাত হোসেন।

মুল প্রবেন্ধর উপরে আলোচনায় অংশ নেন মন্ত্রী পরিষদ সচিব মুহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া, পিএসসি এর চেয়ারম্যান ইকরাম আহমেদ, তথ্য কমিশনার ড. খুরশীদা বেগম সাঈদ, তথ্য সচিব মর্তুজা আহমেদ প্রমুখ।