জোটের বৈঠক ডেকেছেন খালেদা

বিশ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2015, 05:04 AM
Updated : 30 August 2015, 03:07 PM

রাত ৮টায় তার গুলশানের কার্যালয়ে এই বৈঠক হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈঠকের বিষয়বস্তু আমরা জানি না। তবে আমাদের জোটের শরিক দল জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান কাজী জাফর আহমদের মৃত্যু, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণার বিষয়গুলো আলোচনায় আসতে পারে।”

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন(বিইআরসি) গত বৃহস্পতিবার গ্যাসের দাম গড়ে ২৬ দশমিক ২৯ শতাংশ এবং বিদ্যুতের দাম গড়ে ২ দশমিক ৯৩ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়, যা ১ সেপ্টেম্বর থেকে কার্য্কর হবে।

বিএনপির পক্ষ থেকে দুই দিন পর সংবাদ সম্মেলন করে বর্ধিত মূল্য বাতিলের দাবি জানানো হলেও কোনো কর্মসূচি দেওয়া হয়নি।

সর্বশেষ গত ১২ অগাস্ট জোট নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন খালেদা জিয়া। জোটের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদও ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

গত বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কাজী জাফর। তার বয়স হয়েছিল ৭৬ বছর।