সুনামগঞ্জ ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

সংগঠনের ‘শৃঙ্খলাবিরোধী’ কর্মকাণ্ডের অভিযোগে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2015, 04:08 AM
Updated : 28 August 2015, 04:08 AM

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. জাকির হোসাইন বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কেন্দ্রীয় কমিটিকে না জানিয়ে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ তার নিজের ইচ্ছে মতো কমিটির সহ-সভাপতিকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেন। যা সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড।”

এ কারণে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে বলে জানান জাকির।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের একটি আদেশও সুনামগঞ্জে পাঠানো হয়েছে, যাতে কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসাইনের স্বাক্ষর রয়েছে।

২০১১ সালে ফজলে রাব্বী স্মরণকে সভাপতি ও রফিক আহমেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যের এই কমিটি অনুমোদন করে কেন্দ্র। পরে সভাপতি-সাধারণ সম্পাদক ঠিক রেখে ২০১৪ সালে ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।

এ বিষয়ে কথা বলার জন্য জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। 

স্থানীয় কর্মীরা জানিয়েছেন, ফজলে রাব্বী জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সুব্রত সরকারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়ে বিদেশে গেছেন।