বিএনপি নেত্রী পাপিয়া ৩ দিনের রিমান্ডে

নাশতকার অভিযোগে পল্টন থানার দুটি এবং মতিঝিল থানার একটি মামলায় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দা আশিফা আশরাফি পাপিয়াকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকজ্যেষ্ঠ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2015, 04:41 PM
Updated : 27 August 2015, 04:41 PM

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এই আদেশ দেন।

রিমান্ড বাতিলে পাপিয়ার আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ আবেদন করলেও তা নাকচ হয়েছে।

ওই তিন মামলায় সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা ৩০ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত তিন মামলায় ১ দিন করে মোট দিন দিন হেফাজতের নির্দেশ দেন।

এর আগে গত ২৩ অগাস্ট সংবাদ সম্মেলন করে নাশকতার মামলায় কারাবন্দি বিএনপির এই সাবেক সংসদ সদস্যের মুক্তি চেয়েছিলেন তার তিন সন্তান।

পাপিয়ার স্বামী হারুনুর রশীদ বিএনপির সাংগঠনিক সম্পাদক।

রাজধানীর পল্টন, মিরপুর ও লালবাগ থানার নয়টি নাশকতার মামলায় বর্তমানে কারাগারে আছেন পাপিয়া।

চলতি বছরের প্রথম তিন মাসে বিএনপি নেতৃত্বাধীন জোটের আন্দোলনের মধ্যে নাশকতা ও সহিংসতার ঘটনায় এসব মামলা দায়ের করা হয়। সবগুলো মামলাতেই হাই কোর্টের জামিনে ছিলেন পাপিয়া।

সেই জামিনের মেয়াদ শেষে ১৬ জুন তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে ফের জামিন চাইলে বিচারক তা নাকচ করে তাকে কারাগারে পাঠান।