ফালুর বিরুদ্ধে দুর্নীতির মামলা ফের সচল

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগের মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2015, 02:26 PM
Updated : 27 August 2015, 02:26 PM

বৃহস্পতিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ হাইকোটের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা লিভ টু আপিল নিষ্পত্তি করে এ আদেশ দেয়।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান এবং ফালুর পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ আদেশের মাধ্যমে ফালুর বিরুদ্ধে দুদকের ওই মামলা আবার সচল হলো।

মামলার নথি থেকে জানা যায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ৮ জুলাই মতিঝিল থানায় ফালুর বিরুদ্ধে মামলা করে দুদক। তার বিরুদ্ধে ১৪ কোটি ৯৫ লাখ ৮২ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ৪ কোটি ৫৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি অভিযোগপত্র দাখিল করা হলে আদালত তা আমলে নেন।

এর পর মামলাট বাতিল চেয়ে ফালুর করা আবেদনের শুনানি করে ২০১২ সালের ১৯ জানুয়ারি হাইকোর্ট মামলা বাতিল ঘোষণা করে রায় দেয়।

দুদক এর বিরুদ্ধে ২০১২ সালের ২০ মার্চ লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে, যার নিষ্পত্তি করে বৃহস্পতিবার আদেশ দিল আপিল বিভাগ।