নির্বাচন হবে ২০১৯ সালে হাসিনার অধীনে: নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সরকারের মেয়াদ শেষে ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2015, 05:52 PM
Updated : 4 August 2015, 06:01 PM

মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, “সংবিধান অনুযায়ী ২০১৯ সালে প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন হবে- এটা শতভাগ নিশ্চিত থাকেন।”

ছিটমহল বিনিময় হওয়ায় ভারতের সব দলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “এর মাধ্যমে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উষ্ণতা পেয়েছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে তিস্তার পানি সমস্যাসহ সকল সমস্যার সমাধান হবে।”

বৈঠকে বন্যা নিয়ে ১৪ দলের নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন বলে স্বাস্থ্যমন্ত্রী জানান।

মহাসড়কে তিন চাকার যানবাহন বন্ধের বিষয়ে আলোচনা হযেছে জানিয়ে তিনি বলেন, “আমরা মনে করি, সরকার তাদের সমস্যার কথা ভেবে দক্ষতার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবে।”

মেডিকেল শিক্ষার্থীদের ‘ক্যারি অন’ এর ব্যাপারেও কথা হয়েছে জানিয়ে এ বিষয়ে শিগগিরই সমাধানের আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।

জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন মোহাম্মদ নাসিম।

তাদের কর্মসূচির মধ্যে রয়েছে- ১২ অগাস্ট কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ১৩ অগাস্ট বিকাল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আলোচনা সভা, ১৫ অগাস্ট সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।

এছাড়া প্রতিটি জেলা-উপজেলায়ও ১৪ দলের নেতাকর্মীদের জাতীয় শোক দিবসের কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়ার সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির আনিসুর রহমান মল্লিক, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল উপস্থিত ছিলেন।