হিসাব দিতে এক মাস সময় আ. লীগ-বিএনপিসহ ১০ দলকে

আওয়ামী লীগ ও বিএনপিসহ ১০টি রাজনৈতিক দল এবার বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিতে এক মাস সময় পেয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2015, 07:14 PM
Updated : 3 August 2015, 07:14 PM

নির্ধারিত সময়ে শেষ দিনে রোববার নিবন্ধিত ৩০টি দল তাদের ২০১৪ সালের বার্ষিক লেনদেনের প্রতিবেদন জমা দিয়েছে।

ইসির কাছে নিবন্ধিত দলগুলোর ৩১ জুলাইয়ের মধ্যে আয়-ব্যয়ের নিরীক্ষিত প্রতিবেদন জমা দেওয়ার সময় ছিল। ওই দিন সরকারি ছুটি থাকায় রোববার পর্যন্ত সুযোগ ছিল তাদের।

সোমবার ইসি উপ সচিব আবদুল অদুদ জানান, জাতীয় পার্টিসহ বাকি ৩০টি দল প্রতিবেদন জমা দিয়েছে।

“আওয়ামী লীগ-বিএনপিসহ ১০টি দল সময় বাড়াতে আবেদন করেছে। আবেদন বিবেচনা করে অধিকাংশ দলকেই ৩১ অগাস্ট পর্যন্ত অডিট রিপোর্ট দেওয়ার সময় দেওয়া হয়েছে।”

২০০৮ সাল থেকে নিবন্ধন প্রথা চালুর পর গণপ্রতিনিধিত্ব আদেশ মেনে প্রতিবছর আর্থিক লেনদেনের হিসাব দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর।

তখন নিবন্ধন পেলেও পরে আদালতের আদেশে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে ইসি। সংশোধিত গঠনতন্ত্র জমা দিতে ব্যর্থ হয়ে বাতিল হয় ফ্রিডম পার্টির নিবন্ধনও।