কুষ্টিয়ায় পুলিশের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

পুলিশকে মারধরের মামলায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা যুবলীগের সভাপতিসহ দুই জনকে গ্রেপ্তারর করা হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2015, 10:44 AM
Updated : 3 August 2015, 10:44 AM

এরা হলেন উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম জোয়ার্দার এবং তার ছোট ভাই হিরক জোয়ার্দার।

সোমবার উপজেলা শহরের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

মিরপুর থানার এসআই ওসমান জানান, গত শনিবার (২৯ জুলাই) রাতে উপজেলার কাঁচা বাজার এলাকায় বকুল নামের এক আনারস বিক্রেতাকে মারধর করেন যুবলীগ সভাপতি আবুল কাশেম জোয়ার্দার।

“বকুলের চিৎকার শুনে আমি ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছুলে যুবলীগ নেতা তার ছোটভাই হিরক জোয়ার্দারসহ দলবল নিয়ে অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকেন।

“এ সময় পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে তারা কর্তব্যরত পুলিশের উপর হামলা করে বেধড়ক লাথি, ঘুষি ও মারপিট করে পোশাক ছিঁড়ে দেয়াসহ অস্ত্র ছিনতায়ের চেষ্টা করেন।”

এসআই ওসমান আরও জানান, সংবাদ পেয়ে অপর এসআই হালিম সেখানে উপস্থিত হলে তার উপরও সন্ত্রাসী হামলা চালানো হয়।

এঘটনায় এসআই ওসমান বাদী হয়ে মিরপুর থানায় মামলা দায়ের করেন বলে জানান তিনি।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক জানান, পুলিশ নির্যাতন ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে মিরপুর থানার এসআই ওসমানের করা মামলার আসামি হিসেবে আবুল কাশেম জোয়ার্দার ও তার ছোট ভাই হিরক জোয়ার্দারকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম জানান, “দলের উপজেলা সভাপতি হিসেবে এসব দায় আমার উপর বর্তায়; আমি এ বিষয়ে কী আর বলব। আইনের ঊর্ধ্বে তো আমরা কেউই নই।”