হাই কোর্টেও জামিন মেলেনি গউছের

বিচারিক আদালতের পর হাই কোর্টেও জামিন মেলেনি সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া হত্যা মামলার আসামি হবিগঞ্জের বরখাস্ত পৌর মেয়র গোলাম কিবরিয়া গউছের।

সুপ্রিম কোর্ট প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2015, 10:21 AM
Updated : 3 August 2015, 11:38 AM

বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের বেঞ্চ সোমবার তার জামিন আবেদন খারিজ করে দেয়।

কিবরিয়া হত্যা মামলায় গত বছরের ২৮ ডিসেম্বর বিচারিক আদালতে আত্মসমর্পণের পর গউছকে কারাগারে পাঠানো হয়।

গত ১৯ এপ্রিল বিচারিক আদালতে জামিনের আবেদন নামঞ্জুর হলে ২৭ জুলাই হাই কোর্টে আসেন তিনি। গত ২ অগাস্ট হাই কোর্ট গউছের জামিন আবেদন শুনে সোমবার আদেশের দিন রাখে।

আদালতে গউছের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তাকে সহায়তা করেন আইনজীবী মাসুদ রানা। রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আদেশের পর মাসুদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্ট গউছের জামিন আবেদন খারিজ করে দিয়েছে। আদেশের অনুলিপি পাওয়ার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”