রাজনৈতিক কর্মীরা সমাজসেবায় নেই: ইনু

রাজনৈতিক কর্মীরা আগে সমাজসেবায় থাকলেও এখন তা দেখা যায় না বলে আক্ষেপ প্রকাশ করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2015, 05:35 PM
Updated : 2 August 2015, 05:35 PM

“আমাদের দেশের রাজনৈতিক কর্মীরা এখন নেতাদের তল্পি বহন করেন, দলকে ব্যবহার করে ধাপে ধাপে নিজেদের ভাগ্য বদল করেন। সমাজসেবায় তারা নেই।”

প্রবীণ হাসপাতাল নির্মাণের লক্ষ্যে তৃতীয়বারের মতো আয়োজিত লটারির টিকেট বিক্রির উদ্বোধন করে এর প্রচার কাজে সহায়তা করতে রাজনৈতিক দলের কর্মীদের আহ্বান জানিয়ে নিজের আক্ষেপের কথা বলেন ইনু।

রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের আয়োজনে এই অনুষ্ঠান হয়।

রাজনৈতিক কর্মীদের আহ্বান জানিয়ে ইনু বলেন, “পৃথিবীর সব জায়গায় ক্ষমতাশীন দল সমাজসেবা ও জনসচেতনতামূলক প্রচারণা চালায়।

“আল্লার ওয়াস্তে দলবাজি, ক্ষমতাবাজি বাদ দিয়ে সমাজসেবায় মনযোগ দিন। তাহলেই ভালো রাজনীতিবিদ হবেন, দেশের উপকার হবে।”

বিএনপি জোট সরকারের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, “খালেদার গভার্নমেন্ট যুবাও বুঝত না, বৃদ্ধও বুঝত না। তারা তাদের পরিবারের বাইরে কিছুই বুঝত না।”

ঢাকার আগাঁরগাওয়ের প্রবীণ হাসপাতালের মান বৃদ্ধি ও সম্প্রসারণ কাজে তহবিল সংগ্রহের জন্য বিশ টাকা মূল্যের প্রবীণ হাসপাতাল লটারি-২০১৫ এর টিকেট বিক্রি কার্যক্রম আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে চলবে। লটারির ড্র হবে ২৪ সেপ্টেম্বর।

লটারি বিক্রি উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের মহাসচিব অধ্যাপক এ এস এম আতিকুর রহমান, সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মো. নজরুল ইসলাম।