বিএনপির অভিযোগ নাকচ ইসির

চলমান ভোটার তালিকা হালনাগাদে অপ্রাপ্ত বয়স্কদের ভোটার তালিকাভুক্ত করা হচ্ছে বলে বিএনপির অভিযোগ নাকচ করেছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2015, 05:02 PM
Updated : 2 August 2015, 05:02 PM

রোববার ইসি সচিব মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “১৮ বছরের কম বয়সীদের ভোটার করা হচ্ছে বলে ইসির বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তা সঠিক নয়।”

তিনি বলেন, ভোটার তালিকা আইন ও সংবিধান অনুযায়ী ১৮ বছরের নিচে বয়সীদের ভোটার করার কোনো সুযোগ নেই।

“১৮ বছরের কম বয়সীদের ভোটার করা হচ্ছে বলে যারা বলছেন- তারা হয়ত বিষয়টা সম্পর্কে জানেন না।” 

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন অভিযোগ করেন, ১৫-১৭ বছর বয়সী বা অপ্রাপ্ত বয়স্কদেরও ভোটার তালিকায় নিবন্ধিত করা হচ্ছে। অপ্রাপ্ত বয়স্কদের নিবন্ধিত করার বিষয়টি দুরভিসন্ধিমূলক।

বিএনপির নামোল্লেখ নাম করে ইতোমধ্যে বিষয়টি নিয়ে ইসি সচিবালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, চলমান হালনাগাদে ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৮ সালের ১ জানুয়ারি পর্যন্ত যাদের বয়স ১৮ বছর বা তার বেশি হবে, তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। ভোটারযোগ্য হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে চূড়ান্ত তালিকাভুক্ত করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্ভব হলে ১৮ বছরের নিচে যেসব নাগরিকের তথ্য সংগ্রহ করা হচ্ছে তাদেরকে জাতীয় পরিচয়পত্র প্রদানের বিষয়টিও নির্বাচন কমিশনের বিবেচনায় রয়েছে।