রিজভীকে কারাফটকে জিজ্ঞাসাবাদ

রাজধানীর মতিঝিল থানার নাশকতার দুই মামলায় বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2015, 12:16 PM
Updated : 30 July 2015, 02:08 PM

গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এর ফটকে বৃহস্পতিবার দুপুরে রিজভীকে এ জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন কারাগারের জেলার মো. নাসির আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী দুই মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার এসআই মো. আউয়াল হোসেন ও এসআই মফিজুর রহমান দুপুর ১২টা থেকে প্রায় এক ঘণ্টা বিএনপি নেতা রিজভীকে জিজ্ঞাসাবাদ করেন।

মঙ্গলবার জামিন চেয়ে রিজভীর আইনজীবীর করা আবেদনের পাশাপাশি পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদন নাকচ করে বিএনপির এ নেতাকে দুই কার্যদিবসের মধ্যে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম শামসুল আরেফিন।

ওই নির্দেশ অনুযায়ী মামলার দুই তদন্ত কর্মকর্তা কারাফটকে রিজভীকে জিজ্ঞাসাবাদ করেন বলে জানান জেলার নাসির আহমেদ।

চলতি বছর ৩০ জানুয়ারি গভীর রাতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে রিজভীকে গ্রেপ্তার করা হয়।