‘দেশপ্রেমিক’ সাকার জন্য জামায়াতের উদ্বেগ

যুদ্ধাপরাধের মামলার চূড়ান্ত রায়েও সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড হওয়ায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2015, 04:04 PM
Updated : 29 July 2015, 04:04 PM

জোট শরিক দল বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের মৃত্যুদণ্ড বহাল রাখার পর বুধবার এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান।

তিনি বলেন, “সরকার বিরোধীদলীয় দেশপ্রেমিক জাতীয় নেতৃবৃন্দকে নিশ্চিহ্ন করার কৌশল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নেতাদের মতো জনাব সালাহউদ্দিন কাদের চৌধুরীকেও মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এতে দেশবাসীর মতো আমরাও উদ্বিগ্ন।”

একাত্তরের যুদ্ধাপরাধের চলমান বিচারে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের অধিকাংশেরই সাজা হয়েছে। দলটির দুই সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মো. কামারুজ্জামের মৃত্যুদণ্ড ইতোমধ্যে কার্যকর হয়েছে।

বিবৃতিতে সরকারকে হুঁশিয়ার করে শফিকুর বলেন, “জাতীয় নেতৃবৃন্দকে নিশ্চিহ্ন করে ক্ষমতা চিরস্থায়ী করার যে স্বপ্ন সরকার দেখছে, জনগণ তা কখনও বাস্তবায়ন হতে দেবে না।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে আসছেন, যে কোনো মূল্যে যুদ্ধাপরাধের চলমান বিচার অব্যাহত রেখে সব রায় কার্যকর করা হবে।