জাপায় ব্যয় আয়ের দেড়গুণ

দশম সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি গত অর্থবছরে প্রায় দেড় কোটি টাকা ব্যয় করেছে, এসময় দলটির আয় ছিল প্রায় এক কোটি টাকা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2015, 02:51 PM
Updated : 29 July 2015, 03:10 PM

বুধবার নির্বাচন কমিশনে গত অর্থবছরের আর্থিক লেনদেনের প্রতিবেদন জমা দিয়েছে এইচ এম এরশাদ নেতৃত্বাধীন দলটি।

জাপার সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি সচিব সিরাজুল ইসলাদের কাছে দলের আর্থিক প্রতিবেদন জমা দেন।

প্রতিবেদনে বলা হয়, গত জুন পর্যন্ত এক বছরে দলটির ৯৫ লাখ ১৫ হাজার টাকা আয়ের বিপরীতে ব্যয় হয় ১ কোটি ৪৯ লাখ ৪৬ হাজার ৪৪৩ টাকা। আগের বছরের জমা ৫৬ লাখ ২২ হাজার ৮৩১ টাকা দিয়ে ঘাটতি মেটানো হয়।

আর্থিক প্রতিবেদন জমা দিতে জাপা প্রতিনিধি দলের ছিলেন যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ও যুগ্ম দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ।

৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আর্থিক প্রতিবেদন ইসিতে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

এর মধ্যে অন্তত আটটি দল প্রতিবেদন জমা দিলেও আওয়ামী লীগ ও বিএনপি সময় বাড়াতে ইসিতে আবেদন করেছে।