২ মামলায় রিজভীকে জিজ্ঞাসাবাদ কারাফটকে

নাশকতার আরও দুটি মামলায় বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2015, 12:12 PM
Updated : 28 July 2015, 12:12 PM

তাকে রিমান্ডে চেয়ে পুলিশের আবেদন নাকচ করে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম শামুছল আরেফীন এ আদেশ দেন। তিনি বিএনপি নেতার জামিনের আবেদনও নাকচ করেন।

মতিঝিল থানার দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ডে চেয়ে এদিন বিজভীকে আদালতে নিয়েছিল পুলিশ।

রিজভীর আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৮ জানুয়ারি মতিঝিল এলাকায় নাশকতার অভিযোগে মামলা করেন ওই থানার উপ-পরিদর্শক জাকির হোসেন এবং ১৯ জানুয়ারির ঘটনায় মামলা করেন একই থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবীর।

ভাংচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরণের অভিযোগ করা মামলা দুটির একটিতেও অভিযোগপত্র জমা হয়নি আদালতে। একটি মামলার আসামি ৪৬ জন, অন্যটির আসামি ৬২ জন।

মামলা দুটির একটিতেও রিজভীর নাম এজাহারে নেই জানিয়ে তার আইনজীবী বলেছেন, বিএনপি নেতার কারামুক্তি ঠেকাতে নতুন করে এই দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মেজবাহ বলেন, “রিজভী যখন সবগুলো মামলাতে হাই কোর্ট থেকে জামিন নিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে জামিননামা দাখিল করছিলেন, তখন এ দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।”