আয়-ব্যয়ের হিসাব দিতে বিএনপিও সময় চায়

ক্ষমতাসীন আওয়ামী লীগের পর বিএনপিও বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিতে নির্বাচন কমিশনে সময় চেয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2015, 09:03 AM
Updated : 28 July 2015, 09:03 AM

বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন মঙ্গলবার দুপুরে ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমানের কাছে আরও দেড় মাস সময় চেয়ে একটি আবেদন পৌঁছে দেন।

২০১৪-১৫ সালের আয়-ব্যয়ের বিবরণী জমা দিতে বাংলাদেশে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলকে ৩১ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন।

তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ এই সময় এক মাস বাড়ানোর জন্য গত রোববার কমিশনে আবেদন করে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন সাংবাদিকদের বলেন, “দলের মহাসচিবের অনুপস্থিতি ও নিরীক্ষা প্রতিবেদন চূড়ান্ত না হওয়ায় সময় বাড়াতে অনুরোধ করেছি আমরা। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়াতে বলা হয়েছে।”

২০১৩ সালে নিবন্ধিত বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ছাড়া আর কোনো দল এখন পর্যন্ত তাদের প্রতিবেদন জমা দেয়নি।

গত বছরও আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ কয়েকটি দলের আবেদনে সাড়া দিয়ে সময় বাড়িয়েছিল কমিশন।

পরপর তিন বছর দলের হিসাব দিতে ব্যর্থ হলে নিবন্ধন বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে।