ছাত্রলীগের নতুন নেতৃত্বকে জয়ের অভিনন্দন

ছাত্রলীগের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2015, 07:42 PM
Updated : 26 July 2015, 08:01 PM

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় জয় এক ফেইসবুক স্ট্যাটাসে লেখেন, “ছাত্রলীগের নেতৃত্বে যারাই নির্বাচিত হোন না কেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইলো। আমি বিশ্বাস করি তারা বঙ্গবন্ধু এবং আমাদের মুক্তিযুদ্ধের আদর্শকে সমুন্নত রাখবে।”

বঙ্গবন্ধুর দৌহিত্র যে সময় এই কথা লিখেছেন তখনও ভোট গণনা শেষে ছাত্রলীগের নতুন নেতৃত্বের নাম ঘোষণা হয় নাই।

২৮তম সম্মেলনে ভোটাভুটির মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন করেছে বাংলাদেশের অন্যতম প্রাচীন ছাত্র সংগঠন ছাত্রলীগ।

সভাপতি হয়েছেন সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক হয়েছেন এস এম জাকির হোসাইন।

বাঁ থেকে- বিদায়ী সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, নতুন সাধারণ সম্পাদক জাকির হোসাইন, নতুন সভাপতি সাইফুর রহমান সোহাগ ও বিদায়ী সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

এছাড়া আজিজুল হক রানা সহসভাপতি, আসাদুজ্জামান নাদিম যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোবারক হোসেন সাংগঠনিক সম্পাদক হয়েছেন।

রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে দিনব্যাপী ভোটাভুটির পর গণনা শেষে রোববার রাতে ফল ঘোষণা করা হয়। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় আরও লিখেছেন, “বাংলাদেশ ছাত্রলীগের নতুন নেতৃত্ব বেছে নিতে নির্বাচন চলছে। বিগত অনেক বছর ধরেই আমরা এই চর্চা করছি এবং বাংলাদেশ ছাত্রলীগের সাম্প্রতিক সব নেতাই গণতান্ত্রিকভাবে নির্বাচিত।”

আওয়ামী লীগ এবং ছাত্রলীগের মতো সহযোগী সংগঠনগুলো নিয়ে ‘অপপ্রচারের’ শেষ নেই মন্তব্য করে তিনি বলেছেন, “কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশে আমরাই একমাত্র সত্যিকারের গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমাদের নিয়মিত কাউন্সিল অনুষ্ঠিত হয় এবং নেতারাও গণতান্ত্রিকভাবে নির্বাচিত হন।”

শনিবার ছাত্রলীগের সম্মেলন উদ্বোধন করে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করার পরামর্শ দিয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।