জামায়াতে ইসলামী যে কারণে যুদ্ধাপরাধী সংগঠন

>> অমি রহমান পিয়ালবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2014, 06:13 AM
Updated : 2 June 2014, 06:13 AM
জামায়াতের রাজনৈতিক সহযোগিতার প্রমাণ হিসেবে আমরা আমলে নিতে পারি ১৯৭১ সালের ১৮ থেকে ২১ আগস্ট লাহোরে অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় কমিটির বৈঠকের সারবত্তা। টানা চারদিনের ওই বৈঠক শেষে জামায়াতে ইসলামী এর কেন্দ্রীয় নেতাদের সম্মতিক্রমে একটি রাজনৈতিক সংহতিপত্র (পলিটিকাল রেজ্যুলুশন) প্রকাশ করে যেখানে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর যাবতীয় কর্মকাণ্ড বৈধ বলে স্বীকৃতি দেওয়া হয় এবং তাতে সমর্থন জানানো হয়।
একই বৈঠকে পূর্ব পাকিস্তানের শান্তি-শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীকে আরও কঠোর হওয়ার আহবান জানায় তারা।
আগেই বলা হয়েছে, সামরিক সমর্থনে বাকি রাজনৈতিক দলগুলোর চেয়ে আলাদাভাবে নিজেদের চেনাতে উদ্যোগী ছিলো জামায়াত। এর নমুনা মেলে গোলামের একটি বক্তব্যে। ১৭ আগস্ট ওই বৈঠক উপলক্ষে লাহোরে নামার পর পাকিস্তানি সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেয় সে।