যুদ্ধাহতের ভাষ্য: ১৩ ‘‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ’’

>> সালেক খোকনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2014, 01:45 PM
Updated : 30 May 2014, 01:45 PM
সেই যে চুপ হয়ে গেলাম তারপর আর কিছুই মনে নেই। সকালের দিকে ক্যাম্পে এবং পরে আমাকে নেওয়া হয় আগরতলার মেলাঘর হাসপাতালে। সেখানে আমার পা থেকে ৮-১০টি গুলি বের করে পাঠিয়ে দেওয়া হয় জিবি হাসপাতালে। ২৬ দিনের মাথায় পায়ে পচন ধরে। কী যে কষ্ট পেয়েছি সে সময়। একবার এক ডাক্তার এসে সেন্সলেস না করেই কেটে পায়ের পুঁজ বের করল। কষ্টে ‘মাগো’ বলে চিৎকার করে সেদিন খুব কেঁদেছিলাম। এত কষ্ট পেয়েছি, মনে হলে আজও গা শিউরে ওঠে। পরে অপারেশন করে আমার বাম পাটি হাঁটুর নিচ থেকে কেটে ফেলা হয়।’’
মুক্তিযোদ্ধা আবদুল কাদের খানিকটা সময় নিরব থাকেন। তার চোখ দুটো সিক্ত।
দু-একফোটা জল চোখ বেয়ে গড়িয়ে পড়ে। মুক্তিযুদ্ধে শুধু পা নয়, স্বাধীনতার জন্য কাদেরের মতো বীরেরা উৎসর্গ করেছেন জীবনের শ্রেষ্ঠ সময়টুকু। কিন্তু পেয়েছেন কতটুকু?