ঐতিহ্যবাহী গার্হস্থ্য অর্থনীতি কলেজ কি বিলুপ্তির পথে

>> নাসিম ফেরদৌসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2014, 08:55 AM
Updated : 25 May 2014, 08:55 AM
দুঃখের বিষয় হচ্ছে, গত দুই দশক ধরে এই কলেজের উন্নতির নামে ধাপে ধাপে অবনতি ঘটেছে। ১৯৮৫-৮৬ সালে স্নাতক সম্মান এবং ১ বছরের স্নাতকোত্তর কোর্স চালু করার মাধ্যমে এই ডিসিপ্লিনের মূলধারার শিক্ষাকে পাঁচ ভাগে ভাগ করে প্রতিটি বিষয়ে অনার্স চালু করা হয়। যার ফলশ্রুতিতে আজকে এই কলেজে পাঁচটি ভিন্ন বিষয় একক শিক্ষাদানের মাধ্যমে মূলধারার শিক্ষাটি বিনিষ্ট হয়ে গেছে। বিশেষ করে যেখানে পর্যাপ্ত সংখ্যক বিশেষজ্ঞ শিক্ষকের বড় অভাব।
এই বিভাজন কোনো সময়ই কোনো কর্তৃপক্ষ অনুমোদন করেছেন বলে জানা নেই। বরং বিভিন্ন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা ডাইরেক্টরেটে সকল অনিয়মের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষকে বার বার সতর্ক করেছেন বলে জানা যায়। কিন্তু তাতে টনক নড়েনি কারও। পর্যায়ক্রমে এক ভুলের উপর আরেক ভুল করে কলেজের শিক্ষাব্যবস্থাটিকে আরও ঘোলাটে করা হয়েছে।