মোদির ‘শরবত’ ও ভারতের ভবিষ্যত

>> হাসান তারিক চৌধুরীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2014, 03:14 AM
Updated : 20 May 2014, 03:14 AM

মোদির এ রকম শ্লোগান ভারতীয় কর্পোরেট পুঁজিকে বেশ আকৃষ্ট করতে পেরেছে। যার ফলে আম্বানি গ্রুপের মতো বিশাল পুঁজি মোদির নির্বাচনী প্রচারণার অর্থায়নে মুক্তহস্তে এগিয়ে এসেছে। ব্যয় করেছে শত কোটি রুপি। কিন্তু কর্পোরেট পুঁজির সাফাই গাইতে গিয়ে মোদি যে সত্য আড়াল করে গেছেন তা হল, কর্পোরেট পুঁজির লুটপাটের প্রসঙ্গ।

মোদির এই নীতি চালু থাকলে সঙ্গত কারণেই সারা ভারতে জনগণের সম্পদের ওপর কর্পোরেট লুণ্ঠন আরও বাড়বে। আম্বানি গ্রুপের মতো মুনাফাখোর প্রতিষ্ঠান মোদির জন্য ব্যয়িত অর্থ তুলে নেবার জন্য স্বেচ্ছাচারী হয়ে উঠবে। তখন বিজেপির সরকার ৮১৪ মিলিয়ন ভোটারের স্বার্থ স্থগিত রেখে আম্বানির স্বার্থই দেখবে। কর্পোরেট পুঁজির স্বার্থ দেখতে গিয়ে বিভিন্ন রাষ্ট্রীয় খাতে, বিশেষ করে কৃষিতে ভর্তুকি কমাবে। বাড়বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)