এরপরও থাকতে পারেন না মায়া

>> তৌফিক ইমরোজ খালিদীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2014, 06:32 AM
Updated : 10 May 2014, 06:32 AM
সরকারকে তার বিবিধ পদক্ষেপের পরিপ্রেক্ষিতে গ্রহণযোগ্য বলে মনে হতে পারে। র‍্য্যাব-১১’র প্রধানকে সরানোর দিনই জেলা পুলিশপ্রধানকে বদলি করা হয়। পরের দিন জেলা প্রশাসককে সরানো হয়। এর বেশ কিছুদিন পর, ৭ মে তদন্তে ন্যূনতম প্রভাব বিস্তার করতে পারেন, এমন ৮১ জনকে নারায়ণগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হয়। তার একদিন পর, শুক্রবার, রাজশাহী র‍্য্যাবের এমন এক কর্মকর্তাকে র‍্য্যাব-১১’র দায়িত্ব তুলে দেওয়া হয় যিনি অপেক্ষাকৃত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
শুক্রবার অপরাহ্ন পর্যন্ত সবই ঠিক দিকে এগোচ্ছিল, কিন্ত অকস্মাৎ মায়া তার মন্ত্রিত্বের পেশিশক্তির প্রদর্শন করে বসেন। তিনি যে বিবৃতি দিয়েছেন, সেটিই ওই অফিসারদের মতো তাকেও রাস্তা মাপতে বলার পক্ষে যথেষ্ট যুক্তির সরবরাহ দেয়।