মাউন্ট উনজেনে রবি ঠাকুর

>> শোয়েব সাঈদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2014, 03:42 AM
Updated : 10 May 2014, 03:42 AM
নাগাসাকি সিটি থেকে ফেরার পথে ইচ্ছে হল মাউন্ট উনজেনের জিগকু দেখার। জিগকুর খুব কাছেই একটি হোটেল ছিল বিশ্রামের স্থান। হোটেলটির বাইরের অবয়ব ট্র্যাডিশনাল জাপানি ধাঁচের এবং ভেতরটি অত্যাধুনিক। হঠাৎ হোটেলের সামনের বাগানের কালো স্টোনের উপর চোখে পড়ল ‘ইন্ডিয়ান’ শব্দটি। দেখলাম, লেখা আছে রবিঠাকুরের এই হোটেলে রাত্রিযাপনের কথা।