আইনের শাসনে সবার জন্য ন্যায়বিচার

>> এম এম খালেকুজ্জামানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2014, 12:22 PM
Updated : 4 May 2014, 12:22 PM
ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের চতুর্থ প্রতিবেদনে বলা হয় দেওয়ানি বিচার ব্যবস্থায় কিছুটা অগ্রগতি হলেও আইনের শাসনের অন্যান্য সূচকে বাংলাদেশ পিছিয়ে গেছে। নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক গ্রাজুয়েট সেন্টারে সপ্তাহ কয়েক আগে প্রতিবেদনটি প্রকাশিত হয়। এতে বলা হয়, দেওয়ানি বিচার ব্যবস্থার সূচকে বাংলাদেশের অবস্থান নিরানব্বই দেশের মধ্যে বিরানব্বইতম, যা দুই বছর আগে ছিল একেবারে তলানিতে।
মানবাধিকার লঙ্ঘন এবং পুলিশের নির্যাতনকে বাংলাদেশে একটি প্রধান সমস্যা হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে নাগরিকের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আগের বছরের চেয়ে ভালো করেছে। আইন-শৃঙ্খলা ও নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নতির কারণ হিসেবে অপরাধের হার কমার কথা বলা হয়েছে। তবে ব্যক্তিগত দ্বন্দ্বে সহিংসতার ঘটনাকে উদ্বেগজনক হিসেবে দেখছে সংস্থাটি।