আইনের শাসনের সঙ্গে গুম-খুনের সহবাস

>> জ্যোতির্ময় বড়ুয়াবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2014, 10:40 AM
Updated : 3 May 2014, 10:40 AM
প্রায় একই চিত্র আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর। তারা যখন বলেন কোনো একটি অপহরণের অভিযোগের সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই তখন একটি গুরুতর ব্যাপার সবার অলক্ষে চোখ এড়িয়ে যায়; তা হল, তাদের বিরুদ্ধে ‘অপহরণ’ কিংবা ‘তুলে নিয়ে যাওয়া’র অভিযোগই করা হয়– ‘গ্রেপ্তার করা’র অভিযোগ ওঠে না।
তাদের এই অভিযোগ খণ্ডনের ক্ষেত্রে যতটা জোরালো কণ্ঠস্বর থাকা উচিত তা কিন্তু আমরা দেখি না। তাই তাদের উপরও আমাদের বিশ্বাস ক্ষীণ হতে থাকে। এই অবস্থা নাগরিকদের জন্যে মোটেও সুখকর নয়। কারণ তারা বিপদে-আপদে সাহায্যের জন্যে যাদের কাছে ছুটে যাবেন তাদের দিকেই যদি অভিযোগের আঙুল ওঠে তাহলে নিশ্চিত ভরসার জায়গাটিও আর থাকে না। এই অসহায়ত্ব নাগরিকের সঙ্গে রাষ্ট্রের অনেকগুলো চুক্তি ভঙ্গ করে।