যুদ্ধাহতের ভাষ্য: ১১ ‘‘রাজাকারদের উত্থান দেখে ভাবিনি বিচার হবে’’

>> সালেক খোকনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2014, 09:00 AM
Updated : 23 April 2014, 09:14 AM
৫ জানুয়ারি, ১৯৭২। পুনা হাসপাতালেই আমাদের দেখতে আসেন শ্রীমতি ইন্দিরা গান্ধী। আমি বসেছিলাম মেঝেতে। সেদিন আমাদের উৎসাহ দিয়ে তিনি বললেন– ‘‘চিন্তা কর না, পা লাগিয়ে দিলে আবার তোমরা চলতে পারবে। দেশে ফিরলে তোমরা বীরের সম্মান পাবে। তোমাদের নেতা বঙ্গবন্ধু ফিরে আসবেন তোমাদের মাঝে।’’
ভারতের সাহায্যের জন্য সেদিন আমরাও তাঁকে কৃতজ্ঞতা জানাই। ইন্দিরার সঙ্গে সেদিনকার একটি ছবি আমার হাতে তুলে দেন সে সময়কার কমান্ড ইনচার্জ ডা. টিডি দাস। অনেকদিন ভেবেছি ছবিটি মুক্তিযুদ্ধ জাদুঘরে জমা দেব। কিন্তু দেওয়া হয়নি। ছবিটির দিকে তাকালে আজও সব জীবন্ত হয়ে ওঠে।