আলোচিত অপহরণ ঘিরে জল্পনা ও দুর্ভাবনা

>> হাসান মামুনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2014, 12:47 PM
Updated : 21 April 2014, 12:47 PM
পুলিশের পাশাপাশি র‌্যাবের বিরুদ্ধেও রয়েছে বিচারবহির্ভূত হত্যাসহ অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ। বলা দরকার, অভিযোগটা তাদের একাংশের বিরুদ্ধে। অপহরণ, গুম-খুনের অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। বর্তমান সরকারের আমলে এ ধরনের ঘটনা বেড়ে গেছে বলে মানবাধিকার সংস্থা ও মিডিয়া বলছে। জাতীয় মানবাধিকার কমিশনও তুলছে এমন অভিযোগ। বিরোধী দল তো তুলছেই।
আবু বকর সিদ্দিক অপহরণের ঘটনায় খোদ বিএনপি নেত্রী যেভাবে বললেন, তাতেও সরাসরি আঙুল তোলা হয়েছে সরকারের দিকে। ব্যাপক প্রতিক্রিয়ার মুখে ঘটনা সামাল দিতে না পেরে ‘সরকার’ নাকি অপহৃতকে ছেড়ে দিয়েছে। এটা মারাত্মক অভিযোগ। বেগম জিয়ার এখন উচিত হবে এটা প্রমাণের মতো তথ্য জোগানো। নইলে উচিত হবে দ্রুত এ অভিযোগ প্রত্যাহার করা।