ইতিহাসের পাঠ: বঙ্গবন্ধুর নেতৃত্বের অবিসংবাদিতা

>> মুহাম্মদ শামসুল হকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2014, 01:24 PM
Updated : 20 April 2014, 01:24 PM
বাংলাদশের স্বাধীনতা সংগ্রাম ও শেখ মুজিব প্রসঙ্গটি ইতিহাসে অনন্য ও ব্যতিক্রম এ জন্য যে, পাকিস্তান নামক একটি ধর্মীয় জাতিসত্তাবিশিষ্ট রাষ্ট্রের আওতায় শাসিত হবার প্রাথমিক অবস্থাতেই তিনি বাঙালি জাতির ভবিষ্যৎ অন্ধকারময় দিন সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করেন। পাকিস্তানি কাঠামোর ভেতরে থেকে যতই দিন যায় ততই জাতির বিভিন্ন স্তরেও এ উপলব্ধিবোধ ছড়িয়ে পড়ে। সবার উপলব্ধিবোধ নিজের চেতনায় মিশিয়ে স্বাধীনতার সোপান রচনা করেন শেখ মুজিব একাত্তরে। যা সমসাময়িক অনেক বয়োজ্যেষ্ঠ নেতার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি।
কেউ কেউ বঙ্গবন্ধুর স্বাধীনতা চাওয়া নিয়ে কিংবা তাঁর স্বাধীনতা ঘোষণা নিয়ে সন্দেহ প্রকাশ করে নানা রকম ভিত্তিহীন মন্তব্য করেন। তাদের সঙ্গে সম্প্রতি লাগামহীন মন্তব্যসহ যুক্ত হয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপির নেতা (প্রশাসনের খাতায় পলাতক) তারেক রহমান, যার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ সম্বোধন করতেন এবং ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে মুক্তিসংগ্রামের ‘গ্রিন সিগন্যাল’ বলে মনে করতেন।