রাষ্ট্র, সমান্তরাল রাষ্ট্র ও অনিরাপদ জনগণ

>> সেলিম খানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2014, 05:11 AM
Updated : 19 April 2014, 10:02 AM
এই ধরনের সাংবিধানিক সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় না বলেই নির্বাচিত (?) জনপ্রতিনিধিরা (?) জনগণের পক্ষের হয়ে উঠতে পারেন না। তাদের থাকে না জনজবাবদিহিতা, থাকে না জনদায়বদ্ধতা। তারা হয়ে ওঠেন পুঁজির মালিকদের যথার্থই প্রতিনিধি। আর লুটেরা পুঁজির প্রতিযোগিতায় রাষ্ট্রিক সহায়তা দিতে গিয়ে ক্ষমতায়নের নানাবিধ সমীকরণে সাংবিধানিক এই জনপ্রতিনিধিদের (?) নিয়ে গঠিত সরকারে সমন্বয় থাকে না। জনকল্যাণমুখী কোনো প্রয়াসও দেখা যায় না।
বরং এমনি সরকারে প্রাধান্য পায় স্বেচ্ছাচার, কর্তৃত্ববাদ, ঔদ্ধত্য ও দেশদশবিরুদ্ধ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা। সর্বোপরি, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয় না বলেই জনগণকে তুচ্ছ জ্ঞান করার বিষয়টি তাদের কাছে স্বাভাবিক হয়ে দাঁড়ায়।