উল্লাস ও রাহী বৃত্তান্ত: এখনও গেল না আঁধার

>> রায়হান আবীরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2014, 12:56 PM
Updated : 16 April 2014, 12:56 PM
পৃথিবীতে এমন কিছু নেই যার সমালোচনা হয় না। ছাত্রদের ইতিহাস পড়াতে গিয়ে কোনো ঐতিহাসিক ভয় পান না এই ভেবে যে, চেঙ্গিস খানের সমালোচনা করা যাবে না, পাছে ‘চেঙ্গিসানুভূতি’ আহত হয়! কেউ ইতিহাস চর্চা করতে গিয়ে ভাবেন না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের অত্যাচার কিংবা জাপানি বর্বরতার কথা অথবা আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় পাকবাহিনীর নৃশংসতার কথা বলা যাবে না। কেউ বলেন না, এতে কারও ইতিহাসানুভূতিতে আঘাত লাগছে, মামলা করে দেবে!
সমালোচনার ব্যাপারটা আরেকটু খোলসা করা যাক। আমাদের সমাজ ব্যবস্থার দিকে তাকালে দেখব, আওয়ামী লীগ বিএনপির সমালোচনা করছে, বিএনপি আওয়ামী লীগের। আমেরিকায় রিপাবলিকানরা করছে ডেমোক্রেটদের দর্শনের সমালোচনা কিংবা বিরোধিতা, অন্যদিকে ডেমোক্রেটরা রিপাবলিকানদের। সমাজতান্ত্রিক আর পুঁজিবাদী ঘরানার লোকেরা যে যার দৃষ্টিকোণ থেকে পরস্পরের সমালোচনা করছে। সমাজ, সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, ক্রীড়াতত্ত্ব, প্রযুক্তি-– কোনোটাই সমালোচনার ঊর্ধ্বে নয়।